সমাজ আজ ক্ষতবিক্ষত,
ধ্বংস লীলায় বাঁধা অবিরত,
রন্ধ্রে রন্ধ্রে দেখি সৃষ্ট মরণ বিল।
কোথায় গেলিরে সমাজবাদীরা দল,
ছুটে আয়, চোখ খুলে দ্যাখ;
তোদের বিবেকহীনতার ফল।
যাসনে ভুলে, দিসনা বিবেকের দুয়ারে খিল।
ছেড়ে দে ধ্বংসলীলা!
দে একটু দে, দে শান্তি খুঁজে।
তুই কে? উদ্দেশ্যই কী তোর?
একটু দ্যাখ বিবেকটাকে বুঝে।
ঝাঁপিয়ে পড়!
উপভোগের মতো সমাজ গড়!
নেরে নে, নে অস্ত্র হাতে তুলে।
ভরে নে ঝোলা,
দিয়ে নেক আমল গুলা,
যারে যা, যা শয়তানি কর্ম ভুলে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
ছেড়ে দে ধ্বংসলীলা!
ঝাঁপিয়ে পড়!
উপভোগের মতো সমাজ গড়ো! ____ সহমত।
loading...
প্রত্যয়ের বাণী আজও ছড়িয়ে দিতে হবে। আজকাল ভীষণ প্রয়োজন কবি দা।
loading...
মুগ্ধ হলাম প্রিয় কবি!
loading...
দারুণ ভাই কালাম হাবিব।
loading...
মুগ্ধ হলাম প্রিয় কবি!
loading...